Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 2024-2025 অর্থ বছরের ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে।
বিস্তারিত

উপh©yক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা  ও শিশু সহায়তা কর্মসূচীর জন্য  2024-2025 অর্থ বছরের জন্য ইউনিয়নওয়ারী প্রতি মাসে 5 জন করে  জুলাই2024 হতে অক্টোব/2024 পh©ন্ত নতুন 20 জন  উপকারভোগীর বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী মাস হেত প্রতি মাসে উপকারভোগী প্রতিমাসে নির্বাচন করার জন্য নির্দেশ প্রদা করা হয়েছে । জন্মহার, দরিদ্রতা, এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে ইউনিয়ন ওয়ারি ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে। আবেদন করার সময় আবেদনকারীর 04-06 মাসের গর্ভাবস্থায় থাকবেন  এবং

(ক) এন, আই,ডি কার্ড ( জাতীয় পরিচয় পত্র)

(খ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/ পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ, এন সি কার্ড ( এন্টি নেটাল কেয়ার কার্ড)

(গ) নিজস্ব মোবাইল/এজেন্ট /অন লাইন ব্যাংক একাউন্টসহ আবেদন করবেন।

(ঘ) আবেদকারী অবশ্যই 20-35 বছর বয়স হতে হবে এবং প্রথম অথবা দ্বিতীয় গর্ভবস্থা হতে হবে।


প্রতিমাসের ইউনিয়ন পর্যায়ে আবেদন গ্রহন অবশ্যই প্রতিমাসের 1-20 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন 20-25 তারিখের মধ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে তথ্য আবশ্যকীয়ভাবে যাচাই বাছাই পূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/10/2024
আর্কাইভ তারিখ
30/06/2025