ক) উপজেলা পরিষদ চেয়ারম্যান এর তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করা ।
খ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ববলী অনুযায়ী হসত্মামত্মরিত বিষয়ের ক্ষেত্রে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এবং সংরক্ষক্ষত বিষয়ের ক্ষক্ষত্রে সরকারি নির্দেশ অনুসারে বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন এবং সেই আলোকে কর্মসূচী গ্রহণ ও বাসত্মবায়ন করা।
গ) ভিজিডি বাসত্মবায়ন কার্যক্রম পরিবীক্ষণ এবং নিয়মিত পরিদর্শনসহ এতদসংক্রামত্ম সার্বিক দায়িত্ব
পালন করা।
K) উন্নয়ন প্রকল্প, মহিলা প্রশিক্ষণ কেন্দ্রসহ অন্যান্য কর্মসূচী নিয়মিত পরিদর্শন ও বাসত্মবায়ন সংক্রামত্ম
নিদের্শনা প্রদান।
L) চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমসমূহের হালনাগাদ হিসাব বিবরণী, অনাদায়ী ঋণের পরিমান, এবং উপকারভোগী মহিলাদের সঠিক পরিসংখ্যান সংরক্ষণসহ ঋণ বিবরণী ও অনাদায়ী ঋণ আদায়ের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন করা।
চ) উপজেলা স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধনের জন্য সুপারিশ করা , অনুদান বিতরণ , স্বেচ্ছাসেবী
মহিলা সংগঠনসমূহের নিয়মিত অডিটের ব্যবস্থাকরণ, পরিদর্শন ও প্রয়োজনীয় নিদের্শনা প্রদান
করিবেন।
ছ) উপজেলা WID কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করিবেন।
R) উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকমিটির সদস্য সচিব এবং উপজেলা আইন-শৃঙ্খলা
কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন।
S) তিনি উপজেলা সংগঠিত নারী ও শিশু নির্যাতন সংক্রামত্ম ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন ও চলমান তদমেত্মর বিষয়ে অধিদপ্তরকে অভিহিত করবেন।
T) উপজেলা মহিলা ও শিশুদের বিভিন্ন সমস্যা চিতকরণ এবং সংশিষ্ট পরিষধ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তা সমাধানের ব্যবস্থা গ্রহন করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS